শামীম খান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে খোদাবক্সপুর গ্রামে আফাজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গৌরীপুর থানার পুলিশ রবিবার দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জানা গেছে শনিবার (২১ জানুয়ারী) রাত আনুমানিক ৩ টার দিকে আফাজ উদ্দিন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যায়। এসময় বাহিরে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির পিছনে জঙ্গলের পাশে জবাই করে ও কুপিয়ে জখম করে হত্যা করে। নিহত আফাজ উদ্দিনের পরিবাবের লোকজন সকাল ৭ টায় উল্লিখিত স্থানে লাশ দেখতে পেয়ে গৌরীপুর থানার পুলিশকে খবর দেয়। নিহতের পুত্র তারা মিয়া (১৮) জানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী মৃত আক্তার আলীর ছেলে আব্দুল জব্বার ওরফে তালে (৫৫) গংরা তার পিতাকে মেরে ফেলবে বলে অতি সম্প্রতি হুমকী দিয়ে আসছিল। এব্যাপারে গৌরীপুর থানায় গত বছরের ডিসেম্বরের ১২ তারিখ তার পিতা আফাজ উদ্দিন একটি সাধারণ ডায়রী করেছিলেন (জি,ডি নং-৩৯১)। তারা মিয়া অভিযোগ করে বলেন আব্দুল জব্বার ওরফে তালে গংরাই পরিকল্পিতভাবে তার পিতাকে হত্যা করেছে। অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সীমা রানী সরকার, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ, ইউপি চেয়ারম্যান মফিজুর নূর খোকা ঘটনাস্থল পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ জানান উক্ত হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে খুনের আলামত হিসেবে নিহত ব্যাক্তির রক্তমাখা জামা কাপড়, চটের বস্তা, লাটি প্রভৃতি আলামত জব্দ করা হয়েছে। এদিকে আফাজ উদ্দিন খুনের ঘটনায় তার পরিবার সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।