শামীম খান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিদিন ডটকম : আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণে স্থানীয় শিক্ষা সেবিকাদের অংশ গ্রহনে ময়মনসিংহের গৌরীপুর অঞ্চলের বেসরকারি ঋনদান সংস্থা আশা গৌরীপুর-১ ব্রাঞ্চের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) আশা গৌরীপুর-১ ব্রাঞ্চের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন গৌরীপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুজাহিদুল ইসলাম। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন আশা গৌরীপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, আশার ব্রাঞ্চ ম্যানেজার একেএম নুরুল আমিন, সহকারি ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হুমায়ূন কবির, শিক্ষা সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।