সংবাদ শিরোনাম

 

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুানালে নেয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

মিঠু হত্যার দ্রুত বিচার দাবিতে সোমবার দুপুরে গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন পালন করেন।

ওই মানববন্ধন কর্মসূচি থেকে মিঠুর পরিবারের সদস্যরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবি জানান।

মিঠুর বাবা মোখলেছুর রহমান বলেন, ২০২২ সালে ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসী ডেভিড রকি প্রকাশ্যে মিঠুকে ছুরিকাঘাত করে হত্যা করে। ছেলেকে তো আমি আর ফিরে পাবো না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমার ছেলের হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে দোষীদের ফাঁসি দেয়া হোক।

মিঠুর চাচা দেলোয়ার হোসেন ঈশা খাঁ বলেন, মিঠু হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তৎকালীন স¦রাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। কিন্ত মামলাটি এখন পর্যন্ত দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া হয়নি। সরকারের কাছে দাবি মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচারকার্য করে আসামিদের ফাঁসি দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, আমি যতদূর শোনেছি মিঠু হত্যা মামলাটি বিচারাধীন রয়েছে। মামলার অগ্রগতির বিষয়ে আমি ওসি সাহেবের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে মিঠু হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানিয়েছেন। এই বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এই বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, আমি গত রোববার থানায় যোগদান করেছি। মামলার বিষয়ে অবগত নয়। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, জহিরুল ইসলাম মিঠু গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে ১৩ সেপ্টেম্বর মিঠুকে ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় মিঠুর বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় ডেবিড রকিকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম