হালুয়াঘাট সংবাদদাতা, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের হালুয়াঘাটে নববর্ষের রাতে গারো কিশোরী ধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেপ্তার দাবিতে দাবিতে মানববন্ধন করেছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)।
বৃহস্পতিবার দুপুরে জয়িতা মার্কেটের সামনে মানববন্ধন করে সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে র্যালি করেন তারা। র্যালিটি উত্তর বাজার শহীদ মিনার হতে শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়িতা মহিলা মার্কেট চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলালুজ্জামান সরকার ও থানা তদন্ত কর্মকর্তা লাল মিয়ার কাছে স্মারকলিপি দেয় সংগঠনটির সাধারণ সম্পাদক শাওন স্টিফেন।
মামলার তদন্ত কর্মকর্তা লাল মিয়া বলেন, ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাংড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ওই কিশোরীকে পূর্ব গোবরাকুড়া গ্রামের সুরুজ আলীর ছেলে মো. রমজান আলী (১৫) ও আব্দুল জব্বারের ছেলে গিয়াস উদ্দিন ওরফে গেসু (১৮) ভারত সীমান্তে নদীর তীরবর্তী নির্জনস্থানে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতার মা হালুয়াঘাট থানায় মামলা করেন। ১১ দিন পার হলেও পুলিশ এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি।