নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-উত্তরবঙ্গ রেলসড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার সোনাখালী রেলক্রসিংয়ে সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া সংবাদটি নিশ্চিত করে বলেন, অরক্ষিত রেল ক্রসিংয় দিয়ে প্রাইভেট কারটি রেলসড়ক পারাপার হচ্ছিল। এ সময় কলিকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে প্রাইভেটকার বহুদূরে ছিটকে পড়ে এবং চূর্নবিচূর্ন হয়ে যায়। প্রাইভেটকারের ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঐ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, গোয়ালবাথান এলাকার রিপন ও বিদ্যুতের স্ত্রী-সন্তানরা ঐ প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ দাদন মিয়াও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।