স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের স্বনামধন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা গরীব অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের পক্ষ থেকে সিনিয়র শিক্ষক অধ্যাপক এনায়েতুর রহমান ও অধ্যাপক শরীফ মোঃ গোলাম কবীর ও অধ্যাপক বিশ্বজিৎ কর্মকারসহ শিক্ষার্থীরা বুধবার রাতে ময়মনসিংহ শহরের রেলষ্টেশন ও রেললাইনের পাশে ছিন্নমূল ও ভাসমান শীতার্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। শিক্ষার্থীদের সংগ্রহকৃত পুরনো শীতবস্ত্র ও সংগ্রহকৃত টাকায় নতুন কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে দুঃস্থরা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।