শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের গফরগাঁওয়ে বরেণ্য সাংবাদিক, গফরগাঁও প্রেসক্লাব, শহীদ বেলাল পাঠাগার ও পদ্মপাপঁড়ি কঁচি কাঁচার মেলার প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ করার কারিগর শামছুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে ।
মঙ্গলবার গফরগাঁও প্রেসক্লাব আয়োজিত স্মৃতিসভা অনুষ্ঠিত হয় । সভায় প্রেসক্লাব সভাপতি আতিাউর রহমান মিন্টু সভাপতিত্ব করেন ।