আহসান রাজ, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : শিক্ষার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নেই। খেলাধূলার মাধ্যমে মানুষের শারিরীক ও মানষিক বিকাশ ঘটানো সম্ভব। ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যাল। এই প্রতিষ্ঠানে অনেক মেধাবী ছাত্রী আছে। এই প্রতিষ্ঠানে ছাত্রীরা বাংলাদেশের সুনাম বয়ে আনবে। ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে শনিবার সকালে বিদ্যালয় মাঠে ১৪৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: খলিলুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুল লতিফ, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (শারিরীক শিক্ষা দিবা) ও সম্পাদক মো: মঞ্জুরুল ইসলাম, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (শারিরীক শিক্ষা প্রভাতী) ও সহ-সম্পাদক আবুল কাশেম মো: আব্দুর রাজ্জাক।
উদ্বোধনী পর্ব শেষে পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। এতে বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ অঞ্চল এর পরিচালক প্রফেসর মো: আ: মোতালেব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল এর উপ-পরিচালক এ.এস.এম আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত