নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য, বেজগাঁও গ্রামের রতন মিয়ার একমাত্র ছেলে ও বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র রিফাত (১০) শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে পাটেশ্বরী নদীতে বরশি দিয়ে মাছ ধরতে গেলে সেখানেই বজ্রপাতে আহত হয়।
পরে স্থানীয়রা রিফাতকে দ্রুত কেন্দুয়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।