কুমিল্লা প্রতিনিধি : জেলার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে ২ জন ও বাকিরা হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে মারা যায়। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঝিংলাতলি এলাকায় শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি৷
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দু’জন। আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি আবদুল আউয়াল৷