সংবাদ শিরোনাম

 

 

ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনা জেলার পূর্বধলার সীমান্তবর্তী বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ড পাঁচটি দোকান ও তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

গত শনিবার বেলা ১১টায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকার মতো।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই শনিবার গৌরীপুর ইউএনও ফৌজিয়া নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাড়ির মালিকদের খোঁজ-খবর নেন।

এসময় শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বাড়িওয়ালারা ইউএনও’র সাথে দেখা করে অগ্নিনির্বাপনের জন্য শ্যামগঞ্জ বাজারে পানির পাম্প স্থাপনের দাবি জানান।

ব্যবসায়ীদের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে ইউএনও রোববার শ্যামগঞ্জ বাজারে পানির পাম্প নির্মাণের কাজ শুরু করেন।

শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী গোবিন্দ বনিক বলেন, শ্যামগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। কয়েক মাসের ব্যবধানে বাজারটিতে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিন্তু পানির সমস্যা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের। তাই আমরা বাজারে চারটি পাম্প স্থাপনের দাবি জানিয়েছিলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে। আপাতত একটি হচ্ছে। অন্যগুলো পর্যায়ক্রমে হবে আশা করি।

এদিকে বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জ বাজারের উন্নয়নকল্পে বাজারটিতে আলোকসজ্জা ও পানিনিষ্কাশন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

শ্যামগঞ্জ বাজার ইজারাদার মোঃ মুফিদুল অসীম বলেন, শ্যামগঞ্জ বাজারের নিরাপত্তার জন্য আলোজসজ্জা ও ল্যামপোস্টের সংখ্যা বাড়ানো জরুরি।

 

শ্যামগঞ্জ গার্লস হাই স্কুলের সভাপতি মামুনুর রশিদ বলেন, শ্যামগঞ্জ বাজারে অল্প বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা হয়। এতে ব্যবসাপ্রতিষ্ঠানে পানি প্রবেশের পাশাপাশি অনেকের বসতবাড়িতে পানি জমে জলাবদ্ধতা তৈর হয়। পানি নিষ্কাশন ও জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন।

গৌরীপুর ইউএনও ফৌজিয়া নাজনীন বলেন, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে শ্যামগঞ্জ বাজারে সরকারি অর্থায়নে একটি পানির পাম্প করা হচ্ছে। বাজারটির সার্বিক নিরাপত্তা ও উন্নয়নের জন্য পর্যায়ক্রমে আরো উন্নয়ন কাজ করা হবে।

 


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম