সংবাদ শিরোনাম

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামাকেয়ার নামে পরিচিত অ‌্যাফোর্ড‌্যাবল কেয়ার অ‌্যাক্টের নিয়মকানুন ব‌্যবহার বন্ধ করতে ও এটি দুর্বল করতে পদক্ষেপ নেওয়ার জন‌্য সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

শপথ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই নির্বাহী আদেশে সই করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার রাতে এ বিষয়ক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। খবর বিবিসির।

নির্বাচনী প্রচারণাতে স্বাস্থ‌্যসেবা আইনটি অকার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

নির্বাহী আদেশের লক্ষ্য দ্রুত দেশটির স্বাস্থ্য বীমা বাতিল করা। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রাইনস প্রিবাস সরকারি সংস্থা ও বিভাগগুলোকে ওবামাকেয়ার আইনগতভাবে বাতিল করতে স্মারক পাঠান।

আদেশে স্বাক্ষরের সময় হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিক ও ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জেয়ার্ড কুশনার, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও স্টাফ সেক্রেটারি রব পর্টার উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারের সময়ই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গিয়ে তিনি ওবামাকেয়ার বাতিল করবেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম