সংবাদ শিরোনাম

 

বিনোদন ডেস্ক : ইংরেজি নতুন বছর ২০১৭ উদযাপন উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্স ‘এসএসএফ’ গত ৩১ ডিসেম্বর আয়োজন করে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘এসএসএফ নাইট’। জমকালো এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পড়শী, দিনাত জাহান মুন্নী, ব্যান্ড দল চিরকুট।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মেহজাবিন চৌধুরী ও তার দল।এছাড়াও অনুষ্ঠানে ছিল ফ্যাশন শো, ডিজে মারিয়ার ডিজে, ইত্যাদি। অনুষ্ঠানে এসব শিল্পীদের পাশাপাশি ছিল এসএসএফ এর নিজস্ব ও শিশু শিল্পীদের পরিবেশনা।

মারিয়া কিশপত্তার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আসলাম শিকদার ও শাহেদ দৌলা খান।

অনুষ্ঠানটি ১৭ জানুয়ারি বিকাল ৫টা ২৫মিনিটে প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম