নিজস্ব প্রতিবেদক, ভৈরব : আগামী মার্চ-এপ্রিলের মধ্যে ভৈরবের ২য় রেলওয়ে সেতু চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার সকালে রেলওয়ে সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সেতু নির্মাণ প্রকল্পের ৯১ শতাংশ কাজ ইতোমধ্যই শেষ হয়েছে। বর্তমানে সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সেতুর কাজ শেষ হলে প্রধানমন্ত্রী এই নুতন সেতুটি উদ্বোধন করবেন।
ডাবল লাইনের এই রেলওয়ে সেতুটি চালু হলে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে যাত্রীসেবা বৃদ্ধি পাবে এবং একইসঙ্গে যাতায়াতের সময় অনেকটা কমে আসবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফিরুজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন, সেতুর প্রজেক্ট ডাইরেক্টর মো. আ. হাই, ভারতীয় টেক্স মারকো কোং এর তত্ত্বাবধায়ক ডিসি মিত্রাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মন্ত্রী বেলা ১১টায় ভৈরব রেলওয়ে ডাকবাংলায় পৌঁছে সেতু প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বেলা সাড়ে ১১ টায় আশুগঞ্জ পাড়ে গিয়ে নুতন সেতুটির কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বর মাসে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। গেল বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করার কথা ছিল। কিন্তু প্রকল্পের মেয়াদ আগামী এপ্রিল মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়। সেতুটি নির্মাণে মোট ৫শ ৬৭ কোটি টাকা ব্যয় হবে।
সেতুটির দৈর্ঘ্য ৯শ ৮২ মিটার এবং প্রস্থ হবে ৯ মিটার। সেতুতে ব্রডগ্রেজ লাইনসহ ডাবল লাইন থাকছে। ভারতীয় ইরকোন ও এফকোন কোং সেতুর নির্মাণ কাজ করছে।