সংবাদ শিরোনাম

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, দেশের উন্নয়ন হয়।’

শনিবার দুপুরে মাদারীপুরের শিবপুরে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা চত্বরে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।

শিল্পমন্ত্রী বলেন, ‘বিশ্ববাসীকে শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের তাক লাগিয়ে দিয়েছেন। দেশের শিক্ষা ও চিকিৎসায় আমূল পরিবর্তন এসেছে। বিএনপি সরকার যে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার তা পুনরায় চালু করে তৃণমূল পর্যায়ে নিয়ে গিয়েছে। চিকিৎসাকে মানুষের ঘরের কাছাকাছি নিয়ে গিয়েছে। এতে করে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।’

আমু বলেন, ‘বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন। মানুষকে এনজিও থেকে সুদে ঋণ নেয়া থেকে রক্ষা করেছেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন চন্দ্র শিকদার, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম