ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রেলওয়ে স্টেশন থেকে মাথা কাটা অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার আঠারবাড়ি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জেসমিন ওই ইউনিয়নের তেলোয়ারী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
স্টেশন এলার লোকজন জানান, নিহত গৃহবধূর মাথা বিচ্ছিন্ন ও পা থেঁতলানো রক্তাক্ত দেহ রেললাইন পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম হতে ময়মনসিংহ গামী লোকাল নাসিরাবাদ ট্রেন আঠারবাড়ি রেলওয়ে স্টেশনের শেষ প্রান্তে আসা মাত্রই গৃহবধূ ট্রেনের নিচে কাটা পড়ে যান। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।