নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন পুনর্গঠনে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করতে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। খুব শিগগিরই রাষ্ট্রপতি এই কমিটি গঠন করবেন। খবর ইউএনবির।
নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি দ্রুত সার্চ কমিটি গঠন করবেন। ওই কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের (ইসি) নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
ওই কর্মকর্তা জানান, ১৮ জানুয়ারি ইসি পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হবে। এই সংলাপ শেষ হওয়ার পরই দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে।