নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার সকালে আরও এক মুসল্লি মারা গেছেন। তার নাম বাবুল মিয়া (৬০)। এ নিয়ে ইজতেমায় যোগ দিতে আসা ৬ জনের মৃত্যু হলো।
বাবুল ফেনীর দাগনভূইয়া উপজেলার মাছিমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোকলেছুর রহমান জানান, সকাল ৯টার দিকে তাকে মৃতাবস্থায় ময়দান থেকে হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে মানিকগঞ্জে সাহেব আলী (৩৫), বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৬), বিকেলে সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আঃ আব্দুস সাত্তার (৬০) এবং সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় মো. জানু ফকিরের (৭০) এবং বুধবার দিবাগত রাতে মারা গেছেন কক্সবাজারের মো: হোসেন আলী (৬৫) মারা যান।