সংবাদ শিরোনাম

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : টঙ্গীর তুরাগ নদী তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। তাবলিগ জামাতের তিন দিনব্যাপী এ ইজতেমায় অংশ নিতে শনিবার সকাল পর্যন্ত প্রায় আট হাজার বিদেশি মুসল্লি ইজতেমা মাঠে পৌঁছেছেন।

বাদ ফজর মাওলানা জমশেদের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

ইজতেমায় দেশের ১৭ জেলার মুসল্লিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, মিশরসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মুসল্লিরা অংশ নিচ্ছেন। বাদ জোহর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-২) জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে শনিবার সকাল পর্যন্ত বিশ্বের ৯১ টি দেশের ৭ হাজার ৮০৪ জন মুসল্লি মাঠে এসে পৌঁছেছেন। এর আগে শুক্রবার সকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ছয় হাজার ৮৮৭ জন। তারা ইজতেমা মাঠের উত্তর-পশ্চিম পাশে তৈরি করা বিদেশি নিবাসে অবস্থান নিয়ে প্রথম পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন।

তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।  চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম