স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ৬৯’র গণঅভ্যুত্থানে শহীদ আলমগীর মনসুর মিন্টু’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকর্যালী, পূষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের আলমগীর মনসুর (মিন্টু মেমোরিয়াল কলেজের উদ্যোগে মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে শোকর্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার কবরস্থানে পূষ্পার্ঘ্য অর্পণ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নীহার রঞ্জন রায়, উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, শিক্ষক একেএম আব্দুস সালাম, মাহবুবুর রহমান হেনরি, সাদেকুল ইসলাম ও নাহিদ মন্ডল। ৬৯ সালে আলমগীর মনসুর মিন্টু’র পরপরই তাঁর স্মরণে শহরের সিকে ঘোষ রোডে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।