সংবাদ শিরোনাম

 

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে জয় বিবিসিকে বলেছেন,‘তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। ’
তার মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন বলেও জানান জয়। তিনি বলেন, ‘তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতায় আসেন তখন এটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হত। এটি দরিদ্র দেশ ছিল। সেই থেকে এতোদিন পর্যন্ত এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে ধরা হতো এই দেশকে। তিনি (শেখ হাসিনা) খুবই হতাশ। ‘

আন্দোলনকারীদের দমনে সরকার কঠোর ছিল বলে মনে করেন না জয়, ‘গতকাল ১৩ জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা যখন মানুষকে পিটিয়ে মারছে তখন পুলিশ কী করবে বলে আপনি মনে করেন?’

প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ।

এর আগে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এর মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম