সংবাদ শিরোনাম

 

ক্রীড়া ডেস্ক : ঢাকায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম সোনা জিতলেন হীরা মনি। মেয়েদের রিকার্ভ বোয়ের এককে হীরা ৬-৪ গেমে হারিয়েছেন আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে।

হীরার ক্যারিয়ারে এটিই প্রথম আন্তর্জাতিক পকদ এবং সেটি স্বর্ণপদক।

দিনের পরের ইভেন্টে কম্পাউন্ড বোয়ে অবশ্য স্বর্ণ জিততে ব্যর্থ বাংলাদেশের আরেক প্রতিযোগী বন্যা আক্তার। ইরাকের ফাতিমা আল মাসাদানির কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছেন অল্প ব্যবধানে। বন্যার স্কোর ছিল ১৩৩। স্বর্ণ জয়ী ফাতিমার ১৩৫।

ঢাকায় আগামী নভেম্বরে বসছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। তাই এই স্বর্ণ হীরার জন্য হয়ে এসেছে বাড়তি আত্মবিশ্বাস। হীরা ২০১০ সালে বিকেএসপিতে আর্চারিতে সুযোগ পান। এরপর ২০১৩ সালের বাংলাদেশ গেমসে মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন হীরা।

এ ছাড়া জাতীয় প্রতিযোগিতায় দলগত সোনা জিতেছিলেন হীরা। তবে এবারই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম