নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভেতরে টিনের চালা থেকে পড়ে গিয়ে গোলাম রসুল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে। নিহত গোলাম নাটোর জেলার লালপুর উপজেলারভূইয়াপাড়া গ্রামের সবির হোসেনের ছেলে। তিনি কামরাঙ্গিরচড় আশ্রাফাবাদ এলাকায় থাকতেন।
নিহত ব্যক্তির ছেলে মেহেদী হাসান জানান, সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভেতরে একটি টিনশেড ভবনের ওপরে কাজ করার সময় হঠাৎ টিনের চালা ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক(এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লশটি মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত