নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে ৫ জনের নামের তালিকা দেবে জাতীয়তাবাদী দল বিএনপি। এ নামের তালিকা আগামীকাল চূড়ান্ত করবেন খালেদা জিয়া
রোববার রাত সাড়ে ৯ টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন বছরে স্থায়ী কমিটির এটাই প্রথম বৈঠক। প্রায় সোয়া ১ ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৈঠক সূত্র জানায়, আগামী মঙ্গলবার নির্বাচন কমিশন গঠনে বিএনপি ৫ জনের নামের চিঠি সার্চ কমিটির কাছে পৌছে দেবে। তবে কাদের নাম দেওয়া হবে সেই বিষয়টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাবেন বলে দলের স্থায়ী কমিটির সদস্যরা জানান।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৈঠক মুলতবি করা হয়েছে। আজ সন্ধ্যায় আবারও স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন। আমরা নাম দেবে কী দেবো না সেই বিষয়টি বৈঠক শেষে আপনাদের জানাবো।
গত শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ৫ জনের নামের তালিকা চেয়েছে অনুসন্ধান কমিটি।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।