সংবাদ শিরোনাম

 

প্রশাসনের নির্দেশনা মেনে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের অবৈধ স্থাপনা অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করতে পৌর শহরে প্রচারণা চালিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক আলী আকবর আনিছের নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়। এসময় ব্যবসায়ী নেতারা বাজার ঘুরে ছোট-বড়, স্থায়ী-অস্থায়ী ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহŸান জানান।

গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ বলেন, সুস্ঠু বাজার ব্যবস্থাপনার জন্য বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখল মুক্ত ও ভ্রাম্যমাণ দোকান সরাতে প্রশাসনের সাথে আমাদের মতবিনিময় হয়েছে। এসিল্যান্ড ও পৌর প্রশাসক মহোদয় আমাদেরিএকটি নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী আজকে বাজার ঘুরে প্রচারণা করে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এবং সবাইকে সেই নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা অপসারণ ও ফুটপাত দখলমুক্ত রেখে ব্যবসা-বাণিজ্য করতে বলা হয়েছে।

গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইউসুফ আলী বলেন, অবৈধ স্থাপনা সরানোর জন্য প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সবাইকে সতর্ক করেছি। সকল ব্যবসায়ীকে নিজ উদ্যোগে এই কাজটি করতে হবে। এর পরও যদি কেউ প্রশাসনের আদেশ অমান্য করে তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রচারণায় অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী বাদল পাল, আলী হায়দার রবিন, রফিকুল ইসলাম মিল্টন, কমল বসাক, সাংবাদিক শামীম খান, মুরাদ মিয়া, আব্দুল জলিল ভূঁইয়া, আব্দুস সালাম, মুরাদ মিয়া, খোকন মিয়া প্রমুখ।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম